বাউফলে মধ্যরাতে থানকুনি পাতা খাওয়ার গুজব

বাউফলে মধ্যরাতে থানকুনি পাতা খাওয়ার গুজব

সাইফুল ইসলাম ,বরিশাল.লাইভ: বাউফলে থানকুনি পাতা খাওয়ার গুজব ছড়িয়ে পড়লে মধ্যরাতে গৃহিনীরা আলো হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। এ সময় ঢাকা সহ  দেশ বিদেশে আতœীয় স্বজনের মধ্যে থানকুনি পাতা খাওয়া নিয়ে  মোবাইল  যোগাযোগ করা হয়। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ওই রাতে থানকুনি পাতা সংগ্রহ জন্য ব্যস্ত হয়ে পড়ে। পরিবার সকল সদস্যকে থানকুনি পাতার রস পান করিয়ে থাকে।  
জানাগেছে, বুধবার দিবাগত গভীর রাতে হঠাৎ মোবাইল ভাইরাল ছড়িয়ে পড়ে। জৌনপুরি পীর সাহেব স্বপ্ন পাওয়া নিদের্শনা রয়েছে, আজ মধ্য রাতে ৩ টি থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস আক্রান্ত হবে না। এ খবর ছড়িয়ে পড়েলে একজন অন্যজন আতœীয় স্বজন নিকট খবর দিতে থাকে। বিলবিলাস গ্রামে রাজ্জাক মীর জানান, মধ্য রাতে প্রতিবেশী তাকে ঘুম থেকে জেগে তুলে এবং থানকুনি পাতা খাওয়ার কথা বলেণ। তিনি মধ্য রাতে বাড়ি চত্বর থেকে থানকুনি পাতা তুলে নিয়ে স্ত্রী সহ থানকুনি পাতা রস পান করেন। ওই গ্রামে থানকুনি পাতা খাওয়ার বিষয় নিযে কয়েক জনের সাথে কথা বলতে গেলে বেশির ভাগ পরিবার থানকুনি পাতা খেয়েছে বলে স্বীকার করেছে। বিষয়টি নিয়ে গ্রাম্য চিকিৎসক মন্টু জানান, আমি ওই রাতে একই কথা শুনেছি, তবে থানকুনি পাতা খাইনি।
বাউফল সরকারি কলেজ প্রানী বিভাগ প্রভাষক শিখা ব্যানার্জি জানান, প্রাণী ও উদ্ভিদের অনেক গুনাবলী আছে তা স্বাস্থ্য  সাথে সম্পৃক্ত। তবে বর্তমানে করোনা ভাইরাস ফুসফুসে এবং শাসনালীতে আক্রান্ত করে যা তুলসী পাতা খেলে উপকার রয়েছে। থানকুনি পাতার রসের সাথে করোনা ভাইরাস সাথে সম্পর্ক নয়। এটা একটি গুজব ছাড়া কিছু হতে পারে না। বিলবিলাস গ্রামে জামে মসজিদ পেশ ইমাম আনোয়ার হোসাইন জানান,এ ধরনের কথা শোনা ও উচিৎ না। শরিয়াত মোতাবেক কবিরা গুনা। যা তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। বাউফল উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা জানান, মাঝে মধ্যে মোবাইল ভাইরাল গুজব কথা বের  হয়ে থাকে । তবে এ বিষয় আমাদের সতর্ক থাকা উচিত।